Wellcome to National Portal

জেলা সমবায় কার্যালয়, জামালপুর এর তথ্যবাতায়নে আপনাকে স্বাগতম                        

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

"সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"


আইজিএ প্রশিক্ষণ

আইজিএ প্রশিক্ষণ

০৫ দিন ব‌্যপী আইজিএ সেলাই প্রশিক্ষণ জামালপুর সদর এ ১টি  অনুষ্ঠিত হলো। যুগ্ম-নিবন্ধক,বিভাগীয় সমবায় কার্যালয় ময়মনসিংহ মহোদয়ের উপস্থিতিতে  উপজেলাস্থ সমিতির সদস্যদের অংশগ্রহণে আইজিএ সেলাই প্রশিক্ষণ" শীর্ষক প্রশিক্ষণে উপজেলার ২৫ জন সদস‌্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন । প্রশিক্ষণের  শুর এবং সম্পাত্ত দিন উপস্থিত ছিলেন জনাব মো: মশিউর রহমান, যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় দপ্তর, ময়মনসিংহ মহোদয়  ও জনাব মো: তাজুল ইসলাম,  জেলা সমবায় অফিসার, জামালপুর। 

 মো: মশিউর রহমান

যুগ্ম-নিবন্ধক,বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ মহোদয়।

 মো: তাজুল ইসলাম

জেলা সমবায় অফিসার জামালপুর মহোদয়

মহোদয়গণ প্রশিক্ষণের প্রথম ও শেষ দিনে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সনদ  বিতরণ করেন ।